Home
»
blogger
»
blogspot
»
tips and tricks
»
টিপস এন্ড ট্রিক্স
»
ব্লগস্পট
»
ব্লগারে ব্লগিং শুরু start blogging in blogger
ব্লগারে ব্লগিং শুরু start blogging in blogger
ব্লগার হল গুগল (Google) কোম্পানি দ্বারা প্রদত্ত সবচাইতে বড় ব্লগিং হাব (Blogging Hub) বা প্লাটফর্ম (Blogging Platform)। এখানে ব্লগিং করার জন্য কোনরকম ফি প্রদান করতে হবে না। সম্পূর্ণ বিনেপয়সায় (Free) আনলিমিটেড (Unlimited) স্পেস (Space) আপনার ব্লগিং এর জন্য বরাদ্দ দেয়া হয়। ফলে নিজস্ব ডোমেইনে যেমন জায়গা সমস্যার কারণে সবসময় একটু চিন্তায় থাকতে হয়, ব্লগারে ব্লগিং করলে সেই চিন্তা থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকা যায়।
প্রথমে আপনাকে http://blogger.com এ যেতে হবে। এই পেজের ছবিটা নিম্নরূপ:
start blogging in blogger |
- প্রথমে 1 নং জায়গায় আপনাকে একটি কার্যকরী (Valid) ই-মেইল (e mail) এড্রেস ও পাসওয়ার্ড (Password) দিতে হবে। এই ই-মেইল এড্রেসটি অবশ্যই জিমেইল (Gmail) এর হতে হবে।
- যদি আপনার জিমেইল এড্রেস (Google account) না থাকে তাহলে 2 নং হলুদ বক্সে Create your blog now লেখা জায়গাতে একবার ক্লিক (Click) করে পরবর্তী ধাপে যান। এখানে আপনাকে একটি জিমেইল একাউন্ট (Gmail Account) খোলার জন্য ফরম আসবে। ফরমটি সঠিকভাবে পূরণ করলেই আপনি জিমেইল একাউন্ট খুলে ফেলতে পারবেন। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। একটি জিমেইল একাউন্ট থাকার অর্থ হল আপনি স্বয়ক্রিয়ভাবে একটি গুগল একাউন্ট (Google Account) এর অধিকারী হয়ে গেলেন। একটি গুগল একাউন্ট থাকার সুবিধা অনেক। একটি গুগল একাউন্ট থাকলে কি কি সুবিধা পাওয়া সম্ভব সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে।
একটু আগে আমরা জেনেছি যে ব্লগার (Blogger.com) এ ব্লগিং (Blogging) শুরু করতে হলে আপনার একটি জিমেইল এড্রেস (Gmail Address) থাকা আবশ্যক। এই জি-মেইল একাউন্ট দিয়ে (Gmail Account) আপনাকে Blogger.com এ একটি ব্লগার একাউন্ট খুলতে হবে। তবে জিমেইলে আপনার একাউন্ট না থাকলেও চলবে। অন্য ই মেইল প্রোভাইডারের মেইল দিয়েও আপনি ব্লগারে একাউন্ট খুলতে পারেন।
start blogging in blogger |
[1] নং ঘরে পূর্ব থেকে থাকা জিমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ব্লগারে সাইন আপ (Sign up) করার পৃষ্ঠা আসবে।
start blogging in blogger |
- প্রত্যাশিত নামটি Display name এর ঘরে লিখতে হবে।
- Acceptance of Terms এর পরের এই ঘরে টিক চিহ্ন দিয়ে স্বীকার করুন যে I accept the Terms of Service
- Continue বাটনে প্রেস করে পরবর্তী পৃষ্ঠায় চলে যান।
start blogging in blogger |
- প্রথমে আপনার ব্লগের একটি নাম Blog title এর পাশের ঘরে লিখুন।
- এবার Blog address (URL) এর পাশের ঘরে আপনার প্রত্যাশিত নাম লিখে Check Availability তে ক্লিক করুন। Blogger.com আপনার প্রত্যাশিত (Desired) নামটি খুঁজে দেখবে যে আর কেউ এই নামটি আগেই নিয়ে ফেলেছে কি না।
- যদি আগেই কেউ নামটি নিয়ে ফেলে অর্থাৎ এই নামে যদি কেউ আপনার আগেই ব্লগিং (Blogging) শুরু করে দেয় তাহলে সেটা আর কেউ পাবে না। তখন লেখা আসবে :
Sorry, this blog address is not availablePlease consider one of the following: - এই লেখার পর Blogger.com নিজে থেকেই কয়েকটা সাজেশন দেখাবে। যদি আপনার পছন্দ হয় তাহলে এগুলোর মধ্য থেকেই একটা নাম সিলেক্ট করুন। আর না হলে আবার একটি নাম দিয়ে Check করুন।
- যদি আপনার প্রদত্ত নামটি সত্যিই অনন্য (Unique) হয় অর্থাৎ আর কেউ না নিয়ে নেয় তাহলে Check করলে লেখা আসবে This blog address is available. অর্থাৎ নামটি আপনার জন্য উন্মুক্ত (Available)। আর কেউ নিয়ে নেয়নি। আপনি অনায়াসে এই অনন্য নামটির মালিক হতে পারেন।
- এবার Continue Button এ ক্লিক করুন।
এতক্ষন আমরা দেখেছি ব্লগিং শুরুর প্রাথমিক ধাপগুলো। এবার আমরা দেখবো বাকী অংশ।
start blogging in blogger |
start blogging in blogger |
We've just created a blog for you. You can now add your posts to it, create your personal profile, or customize how your blog looks.
Start blogging
START BLOGGING বাটনে ক্লিক করলেই আপনি আপনার ব্লগের প্রথম পোস্ট করার জায়গায় চলে যাবেন।
start blogging in blogger |
start blogging in blogger |
সূত্রঃ
http://www.banglahacks.com/2008/08/blog-post_01.html
http://www.banglahacks.com/2008/08/blog-post_02.html
http://www.banglahacks.com/2008/08/blog-post_1792.html
Subscribe to:
Post Comments
(
Atom
)
?
+
X
Recommended Post For You
Loading..
No comments :
Post a Comment