আমার ফেসবুক মেইল চালু হয়ে গেছে

কিছু দিন আগে কোন এক ব্লগে যেন পড়ছি ফেসবুক মেইল সার্ভিস চালু করবে। তার কিছুদিন পর আরেকটা পোস্ট পেলাম এরকম যে অলরেডি এফবি এই সার্ভিস চালু করেছে।

আমার মেইল হচ্ছে samazgor@facebook.com

#http://www.facebook.com/about/messages/ এই লিংকে গিয়ে এপ্লাই করতে হয়েছিল আমাকে। এক সপ্তাহ বা তার বেশি সময় লাগে আমাকে সার্ভিসটি দিতে।
আমি পাওয়া মাত্র টেস্ট করলাম। আমার নতুন ডোমেইনের থেকে মেইল সার্ভিস চালু করেছিলাম সেখানে।



#নিচের ছবিতে 1.1 আর 1.2 হচ্ছে আমার ফেসবুক মেইল এবং 2.1 আর 2.2 হচ্ছে যেখানে পাঠানো হয়েছিল মানে উপরের ছবির মেইল রিপ্লাই দেওয়ার পর এরকম হইছে।



#একটা কথা বলতে ভুলে গেছি। আপনার ফেসবুক মেইলটা হবে এমন username@facebook.com ইউজার নেম তৈরীতে এই লিঙ্ক সাহায্য করতে পারে।

#এখানে আপনি যেকোনো ইমেইল এড্রেসে ফেসবুকের মেসেজ থেকে মেইল সেন্ড করতে পারবেন এবং যেকোনো ইমেইল থেকে অন্যকেউ আপনার ফেসবুকমেইলে মেসেজ সেন্ড করতে পারবে। উপরের ছবিগুলার মত।

সূত্রঃ
http://www.amitbhawani.com/blog/set-free-facebookcom-email-address/
http://www.techzene.com/facebook/get-a-facebook-email-id-like-facebook-com/
http://www.nilanchol.com/?p=419
http://www.techtodaybd.com/archives/6477