এপ্সপট-গুগল এপ্লিকেশন ইঞ্জিন-GAE

গুগলের মাগ্না প্রডাক্ট ইউজের মজাই আলাদা। গুগল মামা না থাকলে আমার অনলাইনে অস্থিত্ব থাকত কিনা সন্দেহ। যদিও আমি পাইথন জানি না, এপ্সপট (appspot) এ স্ট্যাটিক ফাইল হোস্ট করার জন্য কয়েকদিন ধরে গুগল মামারে জালাইতাছি। খুব ভালো সমাধান পাই নাই:( শেষ পর্যন্ত কালকে জিনিস্টা করতে পারছি। একটু খুশি খুশি লাগতাছে। যদিও এই ব্যাপারে আমারে সাহায্য করেছিল মাসনুন ভাই। ফেসবুকে উনার সাথে পরিচয়, ফুয়াদ ভাইয়ের মাধ্যমে। উনার দেওয়া লিঙ্কটা কজে লাগছে চরমভাবে।

আমাকে সবচেয়ে অবাক করেছে যে এই বিষয়টা নিয়ে বাংলায় কোনো টিউটরিয়াল নাই :( এমনকি ইংরেজিতেও খুব বেশি পাওয়া যায় না। নাই ইউটিউবে কোনো ভিডিও।
যাই হোউক, এটা নিয়ে ইনশাল্লাহ একটা পোস্ট দিব।
http://proxy.azgor.com/

No comments :