ফেসবুক ট্রিক্স - রাফি ভাই এর জন্য fb tricks for rafi

রাফি ভাই নতুন একটা সাহায্য চাইলেন গতকাল। আমি এমনিতেই একটু কম জানি তারপরও কেউ সাহায্য চাইলে কিছুটা হলেও করা উচিত। কিন্তু মনে হয় না সম্পূর্ন সাহায্য করতে পারব।
<a href="http://sam.azgor.com/">click here</a>
এই কোড যদিও ব্লগারে কাজ করে কিন্তু ফেসবুকে কাজ করবে না। কেনো করবে না সেটা আরেক ইতিহাস। আমরা আমাদের মূল বিষয়বস্তুটা দেখি,
  • এখানে লিংক = http://sam.azgor.com/
  • আর টেক্সট = click here
ব্যাস এতটুকু জানা আমাদের দরকার।

ফেসবুকে আমরা স্ট্যাটাস দেওয়ার সময় যদি লিংক শেয়ার করি তাহলে ডিফল্ট হিসেবে আসবে
  • প্রথমে পেজের টাইটেল
  • তারপর হোম পেজের লিংক
  • তারপর পোস্ট পেজের ডিস্ক্রিপশন
  • আর বাম সাইডে ইমেজ
এখন যদি এগুলো নিজের মত পরিবর্তন করতে চান তাহলে নিচের ছবির মত করুন। যে সব স্থানে তীর চিহ্ন দেওয়া সেগুলোতে ক্লিক করে পরিবর্তন করে নিন।
ফেসবুক স্ট্যাটাস মডিফিকেশন
ফেসবুক স্ট্যাটাস মডিফিকেশন
  • প্রথমে পেজের টাইটেল পরিবর্তন করে click here লিখে দিন
  • তারপর পোস্ট পেজের ডিস্ক্রিপশন ডিলিট করে দিন (অথবা নিজের মত বা ডিফল্ট রেখে দিন)
  • আর বাম সাইডে ইমেজ No thumbnail করে দিন (অথবা নিজের মত বা ডিফল্ট রেখে দিন)
  • স্ট্যাটাস বার থেকে লিংক ডিলিট করে দিন।
  • এবার শেয়ার দিন।
বিঃদ্রঃ ফেসবুক নোটস এ এই কোড সহ আরো অনেক এইচটিএমএল (HTML) কোড কাজ করবে।
<a href="http://sam.azgor.com/">click here</a>

3 comments :

Amimul islam rafi said...

অনেক ভাল।কাজে দিবে

Shahriar Tanvir said...

valo tips.amader pri e facebook a link share korte hoe. kinto beshi link thakle share hote chi na keno bolte paren? sundor kore bujieasen

Sam said...

@Amimul islam rafi & Shahriar Tanvir Upol ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মন্তব্যের জন্য।

# আমার মনে হয়, বেশি লিঙ্ক শেয়ার করতে গেলে এফবি এর বট স্পেম হিসেবে দেখে তাই বারবার কেপচা এন্ট্রি করতে হয়। তবে নতুন লাইক+সেন্ড বাটনে একটা বাড়তি সুবিধা আছে, লাইক করলে অটো শেয়ার হয়ে যায়।