নেমচিপ থেকে যেভাবে ডোমেইন রিনিউ করাবেন - Renew Domain from Namecheap.

আমরা জানি প্রতি বছরের জন্য নির্দিষ্ট পরিমান অর্থ দিতে হয় ডোমেইনের জন্য। অনেকে কনফিউশনে পড়ে যায় কিভাবে কি করতে হবে, এই ভেবে। চিন্তার কুনু কারন নাই, গুগল মামা আছে সম্ভাব্য সমস্যার সমাধান দিতে। এই পোস্ট করেছি ডোমেইন রিনিউ করা নিয়ে, যেহেতু আমি নেমচিপ থেকে ডোমেইন কিনেছি তাই এর বর্ননা দিচ্ছি।
গত বছর আজগর ডট কম কিনেছিলাম মাহবুব পলাশ ভাই এর সহায়তায়। আগামী মাসে এর রিনিউ করানোর সময়। আজকে হাতে সময় ছিল তাই নিজেরটাও রিনিউ করে নিলাম।
  • নেমচিপ একাউন্টে লগিন করুন।
  • Manage Domains এ ক্লিক করুন।
  • যে ডোমেইন রিনিউ করাতে চান সেখানে ক্লিক করুন।
  • বাম পাশ থেকে Add More Years to Domain লেখাটি খুজে বের করুন।
  • তারপর যত বছররের জন্য রিনিউ করাতে চান সেই পরিমান দিয়ে চেকআউট করুন।

আরো সহজে বুঝার জন্য এই ভিডিওটি দেখুনঃ

No comments :