পিকাসা এ্যালবামের ইউয়ারএল

কিছু দিন আগে আমি পিকাসা এ্যালবামের ছবির সাইজ কিভাবে হ্যাক করা যায় সেটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। যারা পড়েন নাই এই লিঙ্ক থেকে পড়ে নিতে পারেন। পিকাসা এ্যালবামের ছবির সাইজ হ্যাক
Picasa Logo
পিকাসা লোগো

আজকের পোস্ট পিকাসা এ্যালবামের ইউআরএল নিয়ে। কয়েকদিন আগে আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল

http://lh5.googleusercontent.com এবং http://1.bp.blogspot.com/ এর মাঝে পার্থক্য কি ??

আসলে এই দুই ডোমেইনের মাঝে তেমন কোনো পার্থক্য নাই। যেমন আমার এই পোস্টের একটি ছবির ইউআরএল -
http://3.bp.blogspot.com/-NsgX9Ma48tk/TqMO8qcMv3I/AAAAAAAABRQ/hpLhg3UD6SI/s1600/mobile+version.jpg

এখন যদি এটাকে
http://lh5.googleusercontent.com/-NsgX9Ma48tk/TqMO8qcMv3I/AAAAAAAABRQ/hpLhg3UD6SI/s1600/mobile+version.jpg
করে দেই তাহলে ছবির কোনো পার্থক্য হবে না এমন কি 1.bp.blogspot.com বা lh6.googleusercontent.com দেই তাহলেও কোনো সমস্যা হবে না। সুতরাং চিন্তার কোনো কারন নাই, আপনার যে ডোমেইন মন চায় সেটা ব্যবহার করতে পারেন।
বিঃদ্রঃ ভবিষ্যতে এই ফিচার নাও থাকতে পারে।

No comments :