কিভাবে ব্লগার ডিনামিক ভিউ বন্ধ করবেন ?? How to disable dynamic view??

ব্লগার ডিনামিক ভিউ
ব্লগার ডিনামিক ভিউ
আসলে এই টিপসটা ব্লগ রিডারদের জন্য। যারা ব্লগস্পটে ব্লগিং করেন সেটিং অপশন থেকে সাইট ফিডে ক্লিক করে ডিনামিক ভিউ বন্ধ করে রাখাতে পারেন। কিন্তু যারা রিডার তারা তো আর কিছুই করতে পারবে না। দেখা গেছে http://buzz.blogger.com/ টি গুগল কর্তৃপক্ষ ডিনামিক ভিউতে রেখেছে। কিন্তু আমার মত যারা আছেন এই ডিনামিক ভিউতে সঙ্কোচ রয়েছেন তারা খুব সহজে ইউআরএলের শেষে ?v=0 লাগিয়ে সাধারণ টেমপ্লেটে ব্লগ পড়তে পারবেন।

ডিনামিক ভিউ এর সাথে অপরিচিত যারা, এই পোস্ট দেখতে পারেন - ডিনামিক ভিউ এর সাথে পরিচিতি

ব্লগার বাজ এর ডিনামিক ভিউ সহ এবং ডিনামিক ভিউ ছাড়া দেখুন নিচের লিঙ্কে। প্রথমটা ডিনামিক ভিউ সহ আর ২য়টা ডিনামিক ভিউ ছাড়া।

আমার ব্লগের ডিনামিক ভিউ দেখুন

1 comment :

Rabbi Hossain said...

ভালো একটা টিপস শেয়ার করার জন্য ধন্যবাদ। :)