ক্রোমের জন্য এডসেন্স টুলবার AdSense Publisher Toolbar for Chrome

বাংলাদেশের নেটের স্পিডের কথা বলে দুঃখ বাড়িয়ে লাভ নেই। আর আপনি যদি হউন এডসেন্স পাব্লিশার তাহলে কতবার যে রিলোড দিতে হবে আপনাকে এডসেন্সের পেজ তার হিসাব নেই। তার উপর আবার ডিনামিক ভিউতে আসার পর তো পেজ ই লোড নিতে চায় না। অবশ্য লো স্পিডের জন্য মোবাইল ভার্সন রয়েছে।
যাই হোক, কয়েকদিন আগে গুগল টিম ক্রোমের উপযোগী এডসেন্স পাব্লিশারদের জন্য এক এডন/এক্সটেনশন রিলিজ দিয়েছে। সুতরাং যে কোনো পেজে থাকা অবস্থায়ই আপনার আর্নিং দেখতে পারবেন খুব সহজে। এর জন্য নতুন করে ট্যাব খুলে এডসেন্সের পেজ লোড দেওয়ার দরকার হবে না।
এডন/এক্সটেনশন টি এই লিঙ্কে পাবেন। আরো বিস্তারিত ওখানে দেওয়া আছে।
ক্রোমের জন্য এডসেন্স টুলবার
ক্রোমের জন্য এডসেন্স টুলবার

বিঃদ্রঃ ক্রোম ভার্সন ১৬ এর নিচে হলে এই এডন/এক্সটেনশন টি কাজ করবে না।

1 comment :

Bangla newspaper said...

ভাল হয়েছে...।
আরও চাই।