ফ্রী ডোমেইন
#.tk- ডট টিকেঃ গুগল এটাকে এখনো পর্যন্ত টপ লেভেল ডোমেইন হিসেবে দেখে।এমনকি এডসেন্সের জন্য এটা ব্যবহার করতে পারবেন। তবে শুনেছি এরা ডোমেইনের ট্রাফিক বেশি হলে প্রায় সময় কোনো নোটিশ ছাড়া ডিলিট করে দেয়। আমার ৬ টা ডোমেইন ডিলিট করে দিয়েছে। কারন হিসেবে উল্লেখ করেছে কপিরাইট নাকি লঙ্ঘন করেছি। http://www.dot.tk/
#co.cc- কো ডট সিসিঃ এদের সার্ভিস এখন ভালই। প্রথম দিকে অনেকে আপত্তি জানিয়ে ছিল। কারন এদের ডোমেইনের মেয়াদ এক বছর ছিল। কিন্তু এখন রিনিউ করার সময় পার্সোনাল সিলেক্ট করে দিলে সারা জীবনের জন্য রেজিঃ হয়ে যাবে আপনার নামে। এডসেন্সের জন্য ব্যবহার করা যাবে এটা। http://www.co.cc/
#co.nr- কো ডট এনআরঃ এইখান থেকে একটা ডোমেইন নিয়ে শুধু মাত্র ইউয়ারএল ফরোয়ার্ড করে রেখেছি। অনেকটা কো ডট সিসি এর মত এটা। http://www.freedomain.co.nr/
#co.tv- কো ডট টিভিঃ এটা এখনো ব্যবহার করি নাই তাই এর বাইরে বিস্তারিত কিছু বলতে পারছি না। http://www.co.tv/
#cz.cc- সিজেড ডট সিসিঃ ফেসবুক সহ আরো অনেক সাইট নাকি এটাকে স্প্যামের চোখে। এদের দু-একটা ডোমেইন আমি ব্যবহার করি। এখনো পর্যন্ত কোনো ধরনের সমস্যা করে নাই। তবে দুই বছরের জন্য রেজিঃ হয়েছে। পরবর্তিতে এরা কি করে সঠিক জানি না। http://www.nic.cz.cc/
#cc.cc- সিসি ডট সিসিঃ এর সীমাবদ্ধতা খুবই বেশি। এরা ডিএনেস শুধু মাত্র ব্লগার সহ কয়েকটি হোস্টিং সার্ভিসে এড করার সুযোগ দেয়। আর নিজস্ব ব্র্যান্ডের মেইল সার্ভিস গুগল অথবা মাইক্রোসফটে হোস্ট করার ব্যবস্থা আছে। এর বাইরে ফ্রিহোস্টিয়া বা অন্য কোনো হোস্টিং সার্ভিসে ব্যবহার করার সুযোগ নেই এখনো পর্যন্ত। পরবর্তিতে হয়তবা দিতে পারে। http://www.cc.cc/
#uni.cc- ইউনি ডট সি সিঃ এটা এখনো ব্যবহার করি নাই তাই এর বাইরে বিস্তারিত কিছু বলতে পারছি না। http://www.uni.cc/
#.free- ডট ফ্রিঃ এরা এখনো ডোমেইন ছাড়ে নাই। তবে প্রিরেজিস্ট্রেশনের ব্যবস্থা রেখেছে। ভাল কি খারাপ তাই এখনো বুঝা যাচ্ছে না। http://www.dotfree.com/
কোনো ফ্রি জিনিস ভাল না। কিছু না কিছু সীমাবদ্ধতা থাকেই। প্রেকটিসের জন্য ফ্রি ডোমেইন ঠিক আছে। তবে যদি পারেন তাহলে টপ লেভেল ডোমেইন ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি। দাম বেশি না, মাত্র ৭০০ টাকার মত প্রতি বছর।
আরোও কিছু পোস্ট:
Subscribe to:
Post Comments
(
Atom
)
?
+
X
Recommended Post For You
Loading..
2 comments :
আমি মনে করি ওয়েব সাইট থেকে আয়ের উদ্দেশ্য না থাকলে কো ডট সি সি ডোমেইন ব্যাবহার করা ভাল। ওযার্ডপ্রেস শেখার জন্য এটি ব্যাবহার করতে পারেন। গুগল ব্লগস্পট ব্লগ কে ফ্রি ডোমেইন হোস্টিং এর চেয়ে ভাল মনে করে। তাই এস ই ও শেখা বা গুগলের কাছ থেকে ভিজিটর পেতে ব্লগস্পট ব্লগ ভাল মনে করি। ফ্রি ওয়ার্ডপ্রেস এর চেয়ে ব্লগস্পট ভাল মনে করি। লেখা ভাল হয়েছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
গুগল বা তার বিভিন্ন প্রোডাক্ট না থাকলে আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যেত ।
Post a Comment