ইভান উইলিয়ামস - Evan Williams

আজকে হঠাৎ ব্লগারের এক অফিসিয়াল ব্লগ এর ২০০৩ সালের একটা পোস্টে দেখলাম অনেক পুরান একজন ব্লগারকে। আমার দেখা প্রোফাইল গুলোর মধ্য সবচেয়ে পুরনো প্রোফাইল এটি। ১৯৯৯ সালের ইউজার তিনি। পরে বুঝলাম উনার ব্লগার প্রোফাইল হচ্ছে সর্ব প্রথম ব্লগার প্রোফাইলhttp://www.blogger.com/profile/1 তারপরও সন্দেহ থেকে গেল। আরো ঘাটাঘাটি করে বুঝলাম উনিই ব্লগার নামক একটা সার্ভিস বানিয়েছেন, যার মাধ্যমে আমি ব্লগিং করতে পারছি। সারা বিশ্বের কোটি কোটি মানুষ ব্লগিং করছে কোনও টাকা ছাড়া, যদিও গুগলের কল্যাণে। এবং উনার প্রোফাইল থেকে দেখলাম টুইটারের ব্লগ এই ব্লাগারে হোস্ট করা। যা দেখে খুবই বিস্মিত হয়েছি।
ইভান উইলিয়ামস - Evan Williams
ইভান উইলিয়ামস - Evan Williams
ইভান উইলিয়ামস এবং মেগ হুরিহান (পাইরা ল্যাবস) ব্লগার.কম চালু করেন ১৯৯৯ সালের আগস্ট মাসে। (গুগল এটা কিনে নেয় ২০০৩-এর ফেব্রুয়ারিতে)। তিনিই প্রথম ব্লগ শব্দটিকে একই সাথে verb ও noun হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার পার্সোনাল সাইটের লিঙ্ক যা ব্লগারে হোস্ট করা। ব্লগ শব্দটি যখন noun তখন এটি একটি লেখা বা ব্লগ সাইটকে বুঝায়। আর শব্দটি যখন হয় verb তখন তা কোন ব্লগ সাইটে লেখালেখির কাজটিকেই নির্দেশ করে। আর এই উৎস থেকেই আবির্ভাব ঘটে blogger শব্দটির। এবং সেই সাথে টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হচ্ছেন ইভান উইলিয়ামস। তাঁর টুইটার একাউন্ট ২০০৬ সালের মার্চে যাত্রা শুরু করা সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ে ক্রমেই বিস্তৃত হয়েছে টুইটার। ভারতে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সম্প্রতি বাংলাদেশেও বিস্তার লাভ করছে। বর্তমানে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ১৬০ মিলিয়নেরও বেশি। দুই বছর আগেও যা ছিল মাত্র তিন মিলিয়ন। Odeo নামের এক কোম্পানি তিনি প্রতিষ্ঠা করেন ২০০৬ সালে। ১৯৭২ সালের মার্চ মাসের ৩১ তারিখ তার জন্ম। তিনি সান ফ্রানসিস্কোতে স্ত্রী এবং ছেলে নিয়ে বসবাস করছেন।
উইলিয়ামস এর ইনফরমেশন গুগলে সার্চ করতে গিয়ে ব্লগিং করে যারা দন্ডিত হয়েছিলেন তাদের একটা তথ্য পেয়েছি।

No comments :