ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ - Onpage optimize for blogspot

ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ নিয়ে অনেক লেখালেখি আছে বিভিন্ন ব্লগে/ ফোরামে। আমার জ্ঞান খুব স্বল্প তাই এই বিষয় নিয়ে লেখতে বা ডিসকাস করতে একটু ভয় লাগে। যাই হোক এই পোস্টটা হয়ত নতুনদের কাজে আসবে।
ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ - Onpage optimize for blogspot
ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ - Onpage optimize for blogspot
ব্লগস্পটের প্রতি পোস্টের জন্য আলাদা মেটা ডিস্ক্রিপশন এবং কিওয়ার্ড সাধারণত টেম্পলেটগুলাতে দেওয়া থাকে না। তাই এটাকে কিছুটা হ্যাক করতে হয়। তাহলে আমরা টেম্পলেট হ্যাক শুরু করি।
  • প্রথমে ব্লগারে লগ ইন করুন।
  • তারপর Design > Edit HTML > Expand Widget এ ক্লিক করুন।
  • এখন আগের মেটা টেগ এবং টাইল ডিলিট করে দিন।
  • উপরের ছবিটা দেখে নিতে পারেন। আমি পিকচার উইন্ডো টেম্পলেট থেকে নিয়েছি।
  • নিচের কোড পেস্ট করে দিন। উপরে ছবিতে দেখানো আছে।
<!-- Blogger All in One SEO Tags ~ sam -->
<b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'>
<title>(Home page title হোম পেজের টাইটেল)</title>
<meta content='(homepage keywords হোম পেজের কিওয়ার্ড)' name='keywords'/>
<meta content='(home page description হোম পেজের ডিস্ক্রিপশন)' name='Description'/>
<b:else/>   
<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
<!-- Blogger Static page SEO Tags ~ sam -->
<title><data:blog.pageName/> &#187; <data:blog.title/></title>
<meta expr:content='&quot;This page is about - &quot; + data:blog.pageName' name='description'/>
<meta expr:content='data:blog.pageTitle + &quot; (Some Common keyword for page পেজের জন্য কিছু কমন কিওয়ার্ড)&quot;' name='keywords'/>
<b:else/>
<b:if cond='data:blog.pageType == &quot;archive&quot;'>
<!-- Blogger archive page SEO Tags ~ sam -->
<meta content='noindex, follow' name='robots'/>
<title>(Archive title আর্কাইভ টাইটেল)<data:blog.pageName/> &#187; <data:blog.title/></title>
<meta expr:content='data:blog.pageTitle' name='description'/>
<meta expr:content='data:blog.pageTitle' name='keywords'/>
<b:else/>
<title><data:blog.pageName/> &#187; <data:blog.title/></title>
<!-- Blogger post SEO Tags ~ sam -->
<meta expr:content='&quot;This post is about - &quot; + data:blog.pageTitle' name='description'/>
<meta expr:content='data:blog.pageTitle + &quot; (Some Common keyword for post পোস্টে জন্য কিছু কমন কিওয়ার্ড)&quot;' name='keywords'/>
</b:if>
</b:if>
</b:if>
<!-- Gadget by sam azgor -->
কাটা অংশগুলাতে আপনার প্রয়োজন মত টাইটেল, কিওয়ার্ড এবং ডিস্ক্রিপশন বসিয়ে নিন। এই কোড খুবই সিম্পল একটা লজিকের উপর তৈরী। কোড বিশ্লেষন করার ইচ্ছা ছিল কিন্তু সময় কম তাই ওটা নিয়ে লিখছি না। অন্য কোনো পোস্টে এই কোড বিশ্লেষন করব।
বিঃদ্রঃ যদি ডিফল্ট টেমপ্লেট থাকে এবং কোনো এডিট না করা হয় তবে উপরের কোড এই লেখা সিলেক্ট করে পেস্ট করে দিন <title><data:blog.title/></title>


ব্লগার এসইওReviewed by Samon Jan 6 2012 Rating: 4.5

4 comments :

Unknown said...

Ami aishob kaj e ekdom notun....ai code gula kothay past korbo ar keyword,title aigula kmon hote pare.

sam azgor said...

@Jobayer: ধন্যবাদ মন্তব্যের জন্য।
যদি আপনি ব্লগারের ডিফল্ট থিম ব্যবহার করেন তাহলে
Design > Edit HTML > Expand Widget এ যান <title><data:blog.title/></title> এই লেখাটুকু সিলেক্ট করে কোড পেস্ট করে দিন।
Title: আপনার লেখার সারাংশ। যদি হোম পেজ হয় তাহলে সাইটের সারাংশ
Keywords: এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যা ভিত্তিতে আপনার সাইট বানানো বা পোস্ট লেখা হয়েছে।
CTRL+U প্রেস করে আমার সাইটের keyword, title, description দেখতে পারেন।

জাহিদ said...

ভাইরে আপনার কোডে মনে হয় ভুল আছে। একই কোড ২বার রিপিট করা হয়েছে। আমি এই কোড আমার ব্লগে এপ্লাই করার পর, য়েখানে আমার বলগের নতুন কোন পোস্ট গুগল ৫মিনিটের মধ্যে ইনডেক্স করত এথন ত ইউআরএল ই সউ করে না । আমি Robot এর থেকে noindex তুলে দিয়ে index দিয়ে এপ্লাই করছি । কাজ হয় নাই ।

Sam said...

জাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাইরে আমি এসইও এক্সপার্ট না, আপনার ব্লগ যদি ৫ মিনিটে গুগল ইন্ডেক্স করে তাহলে এই কোড না দিলেও চলবে।

#আমার এই পোস্টের মূল উদ্দেশ্য ইন্ডেক্স করানো না, "ব্লগস্পটের প্রতি পোস্টের জন্য আলাদা মেটা ডিস্ক্রিপশন এবং কিওয়ার্ড" দেওয়া। কেউ একজন (বিখ্যাত কেউ) অনেকদিন আগে আমাকে বলেছিলেন যে ব্লগস্পটে নাকি এটা সম্ভব না, তাই এই পোস্ট উনার জন্য লিখেছি।