গুগল ডক্স কিভাবে ব্লগ পোস্টে লাগাবেন - How to embed google docs on post

গুগল ডক্স
অনেকদিন ব্লগে কিছু লিখি না। সময়ের অনেক অভাব তাই লেখা হয়ে উঠে না। আগে নিজের জন্য বেশি লেখতাম। এখন মাঝে মাঝে লিখি তাও অন্যের জন্য।
এই পোস্ট লেখা হচ্ছে এক পাঠকের অনুরোধে। খুবই সিম্পল একটা ব্যাপার এটা। তবে এর জন্য আইফ্রেম সম্পর্কে কিঞ্চিৎ ধরনা থাকতে হবে।

যেভাবে করবেনঃ

  • ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস এ নতুন পোস্ট তৈরী করুন।
  • Edit HTML এ ক্লিক করে নিচের কোড কপি করে পেস্ট করুন।
  • height="560px" এর যায়গায় প্রয়োজন মত উচ্চতা দিন।
  • আপনার ডক্স টি ওপেন করুন। লিঙ্ক অনেকটা এরকম https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=xxxxxxxxxxxxx
  • srcid=xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx এর যায়গায় আপনার কাঙ্খিত ডক্সের URL থেকে ঐ অংশ টুকু কপি করে পেস্ট করে দিন।

কোডঃ

<iframe frameborder="0" height="560px" src="http://docs.google.com/gview?a=v&amp;pid=explorer&amp;chrome=false&amp;api=true&amp;embedded=true&amp;srcid=xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx" width="100%"></iframe>

স্ক্রিনশট

No comments :