দন্তন এ আকার ম
এখন থেকে এই নাম ইউজ করমু চিন্তা লইলাম। খুব পিনিক পাইতাছি। তবে আমারও একটা কর্তব্য আছে অর প্রতি, তাই অর নাম দিলাম আব্দুজ্জেহের "the poison"
একটা লাইন মনে পড়ল, কোথায় পড়ছিলাম ঠিক মনে আসতেছে না - "পহেলা পৌষ প্রভাতে পাইথন(python)প্রথমেই পাহাড়ের পেছনের পিচ্ছিল পথ পেরিয়ে পারুল পিসীর প্রাসাদে পৌঁছল।" অরিজিনালটা হবে পাপিয়া।
অনেক ব্লগর ব্লগর করলাম। কালকে কমিউনিকেশন পরীক্ষা। পারিনা কিছুই। চোর ধরতে গিয়া আজকে সারা দিন মাটি হইছে, এই মুহূর্তে বৃষ্টি হওয়াতে কাঁদা হইয়া প্রকৃতির সাথে এমন ভাবে মিক্স খায়া গেছে যে দেখলে বুঝা যাইব না এটা খায় না পিন্দে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
?
+
X
Recommended Post For You
Loading..
3 comments :
apnar blog porte valoe lage. vasa gulo o valo lage.ai blog er k ek ta post poresi kintu "pinik" er ortho ber korte pari ni.
@shahriar44 ধন্যবাদ মন্তব্যের জন্য।
"পিনিক" এর অর্থ অনেক কিছু হতে পারে। সাধারণ ভাবে "নেশা করা" বুঝায়,(something like hallucination) কিন্তু যুগের পুলাপাইন এই শব্দটা "মজা" অর্থে ব্যবহার করে।
যেমনঃ পিনিক পাইলাম। :)
Something like hallucination না বলে এটাকে Something like Intoxication বলা যেতে পারে। আর আমার নামটা কে বিকৃত করলে এর অর্থ চরম ভাবে খারাপ হয়ে যায়। জাহের আল্লাহর একটা নাম। আব্দুজ্জাহের মানে হলো আল্লাহর বান্দা। আর জেহের মানে বিষ। অতএব বাকিটা কি হতে পারে আশা করি বুঝতেই পারছ। এই কথা টা সত্যি যে তোমার নাম টা জোশ!
Post a Comment