Home
»
adsense
»
tips and tricks
»
এডসেন্স
»
টিপস এন্ড ট্রিক্স
»
এডসেন্স ফর কনটেন্ট সম্পর্কে একটু জ্ঞান
এডসেন্স ফর কনটেন্ট সম্পর্কে একটু জ্ঞান
এডসেন্সের এই আয়ের মূল হচ্ছে সার্চ ইঞ্জিন। যার কোনো বিকল্প নাই। যাই হোক, নিচের ছবিটা দিলাম এডসেন্স থেকে। নতুনেরা কিছুটা ধারনা পাবে আশা করি।
- পেজ ইম্প্রেশন হইছে ৪৩৪৩৩,
- ক্লিক পড়ছে ২৪৯ টা,
- পেজ সিটিআর ০.৫৭%
- পেজ ইসিপিএম ০.৭৩ $
- আয় হয়েছে ৩১.৬২ $
এই ৪৩৪৩৩ পেজ ইম্প্রেশন হইছে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে। তাহলে ২৪৯ টা ক্লিক কি খুব বেশি ? মুটেও না। কিন্তু এই ২৪৯ টা ক্লিক থেকেই আয় হয়েছে ৩১.৬২ $।
কিভাবেঃ
আরনিংস = (ইসিপিএম*পেজ ইম্প্রেশন)/১০০০
এটা নিঃসন্দেহে লিগ্যাল আয় যা গুগল একজন পাবলিশারের কাছে আশা করে। ছবির আয়টা হয়ত আপনারই এক সপ্তাহের আয় বা একদিনের আয় কিংবা এক ঘন্টার আয় হতে পারে যদি আপনার সাইট সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ করা থাকে।
পেজ সিটিআর যদি ১০% উপরে যায় তাহলে গুগল সন্দেহের চোখে দেখে এই কথা সবাই জানে। যারা জানে না তারাই ধরা খায়। কয়েকদিন আগে এক টিউনার দেখলাম টিটিতে তার এডসেন্সের স্ক্রিন শট তোলে দিছে। উনার ইসিপিএম ১৫০% । গুগলের এলগরিদমের কথা বাদই দিলাম, যে কেউ দেখলেই বুঝবে উনি হয় নিজে ক্লিক করেন অথবা অন্য কাউরে দিয়ে ক্লিক করান।
সবার কাছে অনূরোধ দুই নম্বরি কইরেন না। গুগল মামার কাছে ধরা পড়লে জামিন পাবেন বলে মনে হয় না।
আরোও কিছু পোস্ট:
Subscribe to:
Post Comments
(
Atom
)
?
+
X
Recommended Post For You
Loading..
4 comments :
জানিনা কোন ওয়েবসাইট রিডাইরেক্ট করা আছে। আমার কাছে এ্যাডসেন্সের কাছে ওয়েবসাইট রিডাইরেক্ট করাটা ভিজিটরের সময় নষ্ট বলে মনে হয়। কিন্তু গুগল কেন যে রিডাইরেক্ট এর মাধ্যমে এ্যাডসেন্সের এ্যাড দেখানো বৈধ করলো? "এডসেন্স ফর কনটেন্ট" বিষয় টি আমার ভালভাবে জানা নেই, ধন্যবাদ মনে করে দেবার এবং বুঝিয়ে বলবার জন্য। নতুনদের জন্য আরো বিস্তারিত লেখা উচিত ছিল। যেমন:এডসেন্স ফর কনটেন্ট কি? কিভাবে, কেন রিডাইরেক্ট করে গুগল থেকে ট্রাফিক পাওয়া যায়। তবে ইসিপি এম জিনিসটা কি জানা ছিল না। আমার মতে এটি একটি গুরুত্বপূর্ন পোস্ট যারা এ্যাডসেন্স ফর কনটেন্ট থেকে আয় করতে চায়।
@shahriar44 ভাই ধন্যবাদ মন্তব্যের জন্য।
আমি বস এই ইশকুলে নতুন।
নিজেই বুঝতে পারছি যতটুকু লিখছি খুবই স্বল্প হয়েছে। সামনের পোস্টগুলো আরো বিস্তারিত লিখার চেষ্টা করব।
আর জিন্নাতুল হাসান/সাকিল আরেফিন/টিউটো আরো অনেকের ব্লগে এডসেন্স নিয়ে অনেক কথাবার্তা আছে। এর মাঝখানে এগুলো নিয়ে লিখতে ভয়ই লাগে।
খুবই চমৎকার একটা পোস্ট।
Just a fast hello and also to thank you for discussing your ideas on this page.
Post a Comment